Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শঙ্কা কাটাতে ইংল্যান্ডকে মাশরাফির বার্তা

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দলের পা রাখার কথা ঢাকায়, ৩ ওয়ানডে এবং ২ টেস্ট ম্যাচের সূচিও ঘোষিত হয়েছে ইতোমধ্যে। তবে গুলশানের হলি আর্টিজানে সশস্ত্র সন্ত্রাসী হামলায় ২০ বিদেশী নিহত হওয়ার ঘটনায় শঙ্কার মুখে পড়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানিয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি) বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নিরাপত্তার খোঁজ-খবর নিতে তাদের নিরাপত্তা প্রতিনিধি দলের বাংলাদেশ সফর করার কথা। ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের সবুজ সংকেতের দিকে তাকিয়ে আছে ইসিবি। এদিকে ইংল্যান্ডের ওয়ানডে অধিনায়ক মরগান বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগের কথা জানিয়ে বিকল্প ভেন্যুতে সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়ে সফরের ভবিষ্যৎকে ফেলে দিয়েছেন শঙ্কার মুখে। তবে কোনো মতেই হোম সিরিজ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পক্ষপাতী নয় বলে বিসিবি তাদের অবস্থান জানিয়ে দিয়ে ইংল্যান্ড ক্রিকেট দলকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়ার নিশ্চয়তা দিয়েছে বিসিবি। হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামের নিরাপত্তা বাড়িয়েছে বিসিবি। ইসিবি’র সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলেছে বিসিবি।
১৪ মাস পর পূর্ণাঙ্গ দ্বি-পাক্ষিক সিরিজ আয়োজন নিয়ে যখন উদ্বিগ্ন বিসিবি, তখন ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে উদ্বিগ্ন নন মাশরাফিÑ‘টেকনিক্যালি ভিতরে কী আলোচনা হচ্ছে, তা আমরা জানি না। আশা করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ব্যপারটা নিয়ে কাজ করছে। আমি ব্যক্তিগতভাবে আশা করি সিরিজটা হবে। বাংলাদেশের সমর্থকরা অনেক দিন ধরেই খেলা দেখার জন্য অপেক্ষা করছে। ব্যক্তিগতভাবে আশা করি সিরিজটা হবে। বাংলাদেশের সবাই খেলাটা খুব পছন্দ করে। ইংল্যান্ড সব সময় বাংলাদেশকে সাহায্য-সহযোগিতা করেছে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কিন্তু তারা দল পাঠিয়েছে।ব্যক্তিগতভাবে মনে করছি তারা আসবে।’
ইংল্যান্ডের ক্রিকেট সংস্কৃতি এবং বাংলাদেশের সঙ্গে তাদের দেশের সুসম্পর্কের অতীত থেকেও এই সিরিজের ব্যাপারে ভরসা পাচ্ছেন মাশরাফিÑ‘বাংলাদেশের ক্রিকেটা যারা ফলো করেন, ছোট,বড় সবাই ক্রিকেট নিয়ে খুব চিন্তা করেন। সব জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের মানুষ জানে কিভাবে ক্রিকেটারদের সম্মান করতে হয়। অন্য দেশ থেকে যারা আসেন, তাদেরকে সম্মান দিতে জানেন এদেশের সবাই। ইংল্যান্ডকে আগেও যথাযথ নিরাপত্তা দেয়া হয়েছে। এবারো দেয়া হবে। আশা করছি ক্রিকেট সংস্কৃতিটা ধরে রাখতে ইংল্যান্ড দল আসবে। ’
গত ১১ নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচের পর এফটিপি অনুযায়ী বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী ৭ অক্টোবরÑবিরতি প্রায় ১১ মাস এখানেও কিন্তু সুযোগটি ঝুলছে ইসিবি’র সিদ্ধান্তের উপর! ইংল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরকে সামনে রেখে ২০১৬-১৭ ক্রিকেট মৌসুমে ঘরোয়া ক্রিকেটের সূচী পর্যন্ত চূড়ান্ত করেছে বিসিবি। গত বছরে ওয়ানডেতে ৪টি হোম সিরিজের সব ক’টিতেই জিতেছে বাংলাদেশ। পাকিস্তান, ভারত, দ. আফ্রিকার মতো বড় প্রতিপক্ষকে দিয়েছে মাশরাফিরা লজ্জা। টেস্টে গত ২ বছরে বিস্ময়কর উন্নতির চিত্রও দেখিয়েছে মুশফিকুররা। বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার অতীত থেকে প্রেরনা নিয়ে ইংল্যান্ড দলকে হোম সিরিজে বড় ধরনের ঝাঁকুনি দেয়ার কথা ভাবছে বাংলাদেশ দল। এই প্রতিপক্ষ যদি না আসে বাংলাদেশে, সব-কিছুই এলোমেলো হয়ে যাবে। বছরটি কেটে যাবে টেস্টহীন। বড় ধরনের ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটে, তাই দুর্ভাবনাও পিছু নিয়েছে মাশরাফিরÑ‘ইংল্যান্ড তাদের দুশ্চিন্তা কথা জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যুর কথাও বলেছে। সফরটা না হলে, এ বছর আর বাংলাদেশের টেস্ট খেলা হবে না। বছর শেষে হয়তো কয়েকটা ওয়ানডে খেলা হবে। বাংলাদেশের জন্য এটা কত বড় ক্ষতি, তা বলে বোঝানো যাবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শঙ্কা কাটাতে ইংল্যান্ডকে মাশরাফির বার্তা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ