নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সর্বোচ্চ অ্যাথলেট চীনের
আগামী ৫ আগস্ট থেকে ব্রাজিলের রিও ডি’জেনিরো শহরে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় হাজার দশেক অ্যাথলেট প্রতিনিধিত্ব করবেন। তবে সবচেয়ে বেশি অ্যাথলেট পাঠাবে চীন। এবার অলিম্পিকে চীন থেকে প্রতিনিধিত্ব করবনে ৪১৬ জন অ্যাথলেট। অলিম্পিকের ইতিহাসে দেশের বাইরে কোনও আসরে এর আগে কখনও এত বেশি অ্যাথলেট পাঠায়নি দেশটি। চার বছর আগের লন্ডন অলিম্পিকে পদক তালিকায় দ্বিতীয় হওয়া দেশটি ৩৯৬ জন অ্যাথলেট পাঠিয়েছিল। চীন সরকার ২৫৬ জন মহিলা এবং ১৬০ জন পুরুষ অ্যাথলেট পাঠানোর কথা জানিয়েছে। ২৬টি ইভেন্টে অংশ নেবে তারা।
সন্ত্রাস প্রতিরোধ মহড়া
আসন্ন গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসকে সামনে রেখে রিও ডি জেনিরোর ট্রেন স্টেশনে সন্ত্রাসবিরোধী মহড়া পরিচালনা করেছে ব্রাজিলের বিশেষ নিরাপত্তা বাহিনী। সম্প্রতি ফ্রান্সের নিসে ভয়াবহ সন্ত্রাসী হামলা ছাড়াও সারা বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতেই হচ্ছে প্রথমবারের মত ব্রাজিলে আয়োজিত অলিম্পিক গেমসের আয়োজক কমিটির। এই মহড়ায় দু’জন সন্ত্রাসীকে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ট্রেন লক্ষ্য করে বোমা ছুঁড়তে দেখা যায়। এই পরিস্থিতি কিভাবে নিরাপত্তা বাহিনী সামাল দিবে সেটাই কাল প্রস্ততি হিসেবে মহড়া দিয়েছে স্থানীয় একটি বিশেষ নিরাপত্তা দল। এসময় দেখা গেছে প্রায় এক ডজন নিরাপত্তা কর্মী সন্ত্রাসীদের ঘিড়ে ফেলে, এছাড়াও দুটি হেলিকপ্টারে বিশেষ একটি বাহিনী পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরে মহড়ার অংশ হিসেবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে বলা হয় তারা ট্রেনের মধ্যে গ্রেনেড পেয়েছে যা পরবর্তীতে নিষ্ক্রিয় করা হয়।
জিকা আতঙ্ক
এবার জিকা ভাইরাস আতঙ্কে রিও অলিম্পিকের টেনিস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিশ্বর্যাংকিংয়ের ৭ নম্বর তারকা মিলোস রাওনিক ও ৫ নম্বর তারকা সিমোনা হালেপ। সদ্য শেষ হওয়া উইম্বলডনের ফাইনালে কানাডার রাওনিক হেরেছিলেন অ্যান্ডি মারের কাছে। তিনি জানিয়েছেন, ‘স্বাস্থ্যগত দিক ও নানা অনিশ্চয়তা বিবেচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ হালেপ বলেন, ‘ডাক্তার, পরিবারের সকলের সঙ্গে কথা বলেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আর এমন সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করছি।’ শুধু টেনিসে নয় ইতোমধ্যেই ২০ জন পুরুষ খেলোয়াড় এই আতঙ্কে গলফ প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। সেই হিসেবে টেনিসে হালেপ ও রাওনিকই প্রথম যারা নিজেদের সরিয়ে নিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।