মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামরিকভাবে আরো শক্তিশালী হচ্ছে চীন। নতুন একটি ভয়ংকর স্টিলথ বোমারু বিমান সামরিক বাহিনীতে যোগ করতে যাচ্ছে দেশটি। চলতি বছরের নভেম্বর মাসে জহুয়াই এয়ারশোতে এই বিমান আকাশে উড়বে। যদি করোনা নিয়ন্ত্রণে চলে আসে তাহলে এই বিমানটিকে দেখা যাবে এয়ারশোতে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে বলা হয়, চীনের পরীক্ষণম‚লক এই বিমানটির নাম ‘জিয়ান এইচ -২০’। এটি শব্দের গতির থেকেও কম গতিতে চলবে। দেশটির সামরিক স‚ত্র জানিয়েছে, জিয়ান এইচ-২০ স্টিলথ বোমারু বিমানটি শুত্রু পক্ষের ঘাঁটিতে আঘাত হানার পরিধি দ্বিগুণ করবে। চীনের ভাবমর্যাদা ও মহামারি নিয়ন্ত্রণে এর সাফল্যের প্রচারের জন্য একটি বড় ধরনের প্ল্যাটফর্ম হয়ে ওঠবে জহুয়াই এয়ারশো। এটি আয়োজনের মাধ্যমে ম‚লত জানিয়ে দেওয়া হচ্ছে, সংক্রামক রোগ করোনার কারণে চীনা প্রতিরক্ষা শিল্পে বড় কোনো প্রভাব পড়েনি। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মতে, এই বিমানের আঘাত হানার পরিধি হলো ৮ হাজার পাঁচশ কিলোমিটার বা পাঁচ হাজার তিনশ মাইল। এই বিমানটি একসঙ্গে চারটি ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারবে। এইচ -২০ সামরিক খাতে যোগ হলে চীনের স্থলভিত্তিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিনচালিত ক্ষেপণাস্ত্র এবং বিমানচালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমন্বয় শেষ হবে। চীনের বিমান এইচ-২০ তৈরির পরিকল্পনা করা হয়েছে সেকেন্ড আইল্যান্ড রিংয়ে আঘাত হানার জন্য। ওই এলাকাগুলোতে রয়েছে জাপান, গুয়াম, ফিলিপাইন এবং অন্যান্য দেশগুলোর মার্কিন ঘাঁটি। তবে থার্ড আইল্যান্ড চেন হলো অস্ট্রিলিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রসারিত। সেখানেও আঘাত হানতে পারবে এই বিমান। এই বিমানে পারমাণবিক এবং প্রচলিত ক্ষেপণাস্ত্র সজ্জিত থাকবে। বিমানটি কমপক্ষে ২০০ টন ওজন ও ৪৫ টন পর্যন্ত পেলোড নিয়ে উড়তে পারবে। বোমারু এই বিমানটি সাবসোনিক গতিতে উড়বে। এটি সম্ভাব্য চারটি শক্তিশালী হাইপারসোনিক স্টিলথ ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন ও নিক্ষেপ করতে পারবে। সাউথ চায়না মর্নিং পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।