Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী সিভিল সার্জন অফিসের টাইপিং ভূলে হাতিয়ার স্বাস্থ্যকর্মীর করোনা পজেটিভ

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৮:০৮ পিএম

হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডবয় বেলাল হোসেনের করোনা শনাক্তের রিপোর্টটি ভূল এসেছে। জেলায় বর্তমানে করোনা রোগীর সংখ্যা ১৫জন। এরমধ্যে বেগমগঞ্জ উপজেলায় ৮জন, সদরে ২জন, সোনাইমুড়ীতে ২জন, হাতিয়ায় ১জন, সেনবাগে ১জন ও কবিরহাটে ১জন রোগী রয়েছে।

সোমবার বিকেলে রিপোর্ট ভূলের বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুর রহমান।

তিনি বলেন, বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রাম অফিসের টাইপিং ভূলে ওয়ার্ডবয় বেলালের রিপোর্ট পজেটিভ এসেছে। শনিবার রাতে যে রিপোর্ট এসেছে তাতে ভূলে চট্টগ্রাম জেলার সীতাকুন্ডের বেলাল হোসেনের স্থলে হাতিয়ার স্বাস্থ্যকর্মী বেলালের নাম দেওয়া হয়েছে। রিপোর্টটি সংশোধন করে সোমবার দুপুরে বিআইটিআইডি থেকে একটা চিঠি পাঠানো হয়েছে। জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৫জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ