নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
করোনাভাইরাস আতঙ্কের মাঝে বিশ্ব ফুটবলের জন্য আরেকটি দুঃসংবাদ ছিল নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যানের হার্ট অ্যাটাকের খবর। হৃদরোগে আক্রান্ত হয়ে জরুরি ভিত্তিতে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন । যদিও খবর ভালোই পাওয়া গেছে। কোম্যান এখন ভালো আছেন।
তার এজেন্ট রব ইয়ানসেন জানিয়েছেন, ডাচ কোচ এখন অনেকটাই আশঙ্কামুক্ত। আজই ( সোমবার) হয়তো তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন। হৃদরোগে আক্রান্ত হয়ে ৩ মে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক বার্সেলোনা তারকা। আশঙ্কাজনক অবস্থায় আমস্টারডামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ২৪ ঘণ্টার মধ্যে ভালো খবর এসেছে। ইয়ানসেন আরো জানান, ৫৭ বছর বয়সী ডাচ কোচ রোববার সকালে সাইকেল চালানো শেষে বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। অবস্থা খারাপের দিকে যাওয়ায় তার বাসা থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে খুব দ্রুত সময়েই তিনি স্বাভাবিক অবস্থায় ফিরেছেন।
ডাচ ফুটবল অ্যাসোসিয়েশনও তার সুস্থ্য হয়ে ওঠার খবর দিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, ‘এটা বিশাল ধাক্কা ছিল, তবে সৌভাগ্যক্রমে অবস্থা ইতোমধ্যে অনেক ভালো হয়েছে।’
কোম্যানের বার্সেলোনার কোচ হওয়া গুঞ্জন অনেকদিন থেকে শোনা যাচ্ছে। এর্নেস্তো ভালভার্দে বরখাস্ত হওয়ার পর কোচ হিসেবে সাবেক ক্লাবে ফেরার জোর সম্ভাবনা জেগেছিল কোম্যানের। কিন্তু নেদারল্যান্ডস জাতীয় দলের সঙ্গে চুক্তি থাকায় তিনি আসতে পারেননি বার্সেলোনায়।
ডাচদের দায়িত্ব নিয়ে গত দুই বছরে তাদের আমূল পাল্টে দিয়েছেন কোম্যান। প্রায় ছয় বছর পর বড় কোনো প্রতিযোগিতায় নেদারল্যান্ডসকে তুলেছেন তিনি এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ দিয়ে।
২০১৬ ইউরোর পর ২০১৮ সালের বিশ্বকাপের মূল পর্বেও যেতে পারেনি নেদারল্যান্ডস। ব্যর্থতার তলানিতে গিয়ে ঠেকা ডাচদের ঘুরে দাঁড়ানোর পথ তৈরি করে দিয়েছেন কোম্যান। হারানো ঐতিহ্য ফিরিয়ে নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন তিনি। যদিও এ বছরের ইউরো করোনাভাইরাসের কারণে চলে গেছে ২০২১ সালে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।