Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মে, ২০২০, ৬:১৩ পিএম

রংপুরে মরণঘাতি করোনা থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরলেন দুই চিকিৎসক। তারা গতকাল রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে যান।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এস এম নুরুন্নবী।
তিনি জানিয়েছেন, গত ১৮ এপ্রিল মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল হালিম এবং ১৯ এপ্রিল আফসানা লিজার করোনা পজেটিভ ধরা পড়ে।
গত ১৮ এপ্রিল ডাঃ আব্দুল হালিম এবং ১৯ এপ্রিল ডাঃ আফসানা লিজার করোনা ধরা পড়ে। এরপর ওই দুই চিকিৎসককে রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেসন হাসপাতালে ভর্তি করা হয়।
১৪ দিন চিকিৎসাধীন থেকে গত ২৪ ঘণ্টায় তাদের পরপর দুইবার নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা নেগেটিভ হওয়ায় আজ তাদেরকে ছাড়পত্র দেয়া হয়। বর্তমানে এই হাসপাতালে চিকিৎসক ও নার্সসহ ১৫ জন চিকিৎসাধীন রয়েছেন বলেও তিনি জানান।
এসময় হাসপাতালের তত্ত্বাবধায়কসহ অন্য চিকিৎসকবৃন্দ ছাড়পত্র পাওয়া দুই চিকিৎসককে ফুল ও চিঠি দিযয়ে শুভেচ্ছা জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ