মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী বলেছেন, কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে যে, করোনার জেরে লকডাউনের কারণে আটকে পড়া শ্রমিক এবং অভিবাসী শ্রমিকদের ঘরে ফিরতে রেলের ব্যয় বহন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে প্রতিটি প্রদেশের কংগ্রেস কমিটি। -এনডিটিভি, ইন্ডিয়া টুডে
সোমবার সকালে একটি চিঠিতে সোনিয়া জানান, আমাদের দেশবাসীর সেবায় এবং তাদের সংহতিতে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে ভারতীয় জাতীয় কংগ্রেসের এটি একটি বিনীত আবেদন।
লকডাউনে আটকা পড়া অভিবাসীদের ঘরে ফিরতে ট্রেনের ভাড়া চাওয়ায় কেন্দ্র সরকারকে কটাক্ষ করে সোনিয়া বলেন, ট্রাম্পের গুজরাট সফরের সময় একটি অনুষ্ঠানে “১০০ কোটি” ব্যয় করেছে মোদি সরকার এবং প্রধানমন্ত্রীর কেয়ারস তহবিলে রেল কর্তৃপক্ষ ১৫১ কোটি টাকা দান করেছে তা সত্ত্বেও সরকারের এই অসংবেদনশীল ভূমিকা ‘বিরক্তিকর’। সোনিয়া জানান, কেন্দ্র লকডাউন শুরুর বিষয়ে মাত্র চার ঘণ্টার নোটিশ দিয়েছিল, তাই শ্রমিক ও অভিবাসী শ্রমিকরা তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগটুকুও পাননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।