বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ঘরে থাকা নিশ্চিত করতে কর্মহীন-ঘরবন্দি-দরিদ্র ও নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ অর্থায়নে চাল-ডাল-লবণ ও আলু বিতরণ করেছেন আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ।
আশুলিয়ায় ধামসোনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১০০০ পরিবারের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
এসব খাদ্য সহায়তার প্রতিটি ব্যাগে ছিল ৫ কেজি চাল, এক কেজি মসুরি ডাল, এক কেজি লবণ, এক কেজি আলু ও হাত ধোয়ার জন্য একটি করে সাবান।
আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ বলেন, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এ কারনে অসহায় হয়ে পড়েছে অনেক কর্মহীন, দরিদ্র ও নিম্নআয়ের মানুষ। তাই প্রধানমন্ত্রীর নির্দেশেই আমরা নিজেরদের সামর্থ্য অনুযায়ী এলাকায় সকলের জন্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।