বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গরু কর্তৃক শসা গাছ খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ৯টার দিকে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিমপাড়ায়।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাড়হা পশ্চিমপাড়া এলাকার নওয়াব আলী একটি গরু সোমবার সকাল ৮টার দিকে মঞ্জুরুলের শসা ক্ষেত ঢুকে শসা গাছ খেয়ে ফেলে। এ নিয়ে মঞ্জুরুল ও নওয়াব আলীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়া হয়। এরই জের ধরে সকাল ৯টার দিকে দু পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুতর আহত আবুল বাশার (৩৩), আজিজুল ইাসলাম (৪০), লিটন (৩০), আব্দুল মান্নান (৩৫), হক মিয়া (৩৪) ও রাশিদা বেগমকে (৪৫) ময়মানসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টার দিকে আবুল বাশার মৃত্যুবরণ করেন।
এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোঃ তওহীদুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।