মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন সপ্তাহ জনজীবন থেকে দ‚রে থাকার সময় উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের কোনো অপারেশন হয়নি। একে জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা অবশ্য তার বক্তব্যের ব্যাখ্যা দেননি। তবে কিছু সংবাদমাধ্যমে উনের পা ফেলার ধরনে পরিবর্তন এসেছে উল্লেখ করে তার অপারেশন হয়েছে বলে দাবি করা হয়েছে সেটির সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ওই কর্মকর্তা। তিনি বললেন কিম জং উন ‘জীবিত ও ভালো আছে।’ কিমের সুনচন ফসফেটিক সার কারখানার উদ্বোধনী ফিতা কাটার ছবি দিয়ে আরেকটি টুইটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, ‘সে ফিরেছে এবং ভালো আছে দেখে আমি খুবই খুশি।’ তিন সপ্তাহ পর প্রথমবার প্রকাশ্যে দেখা গেছে কিমকে। প্রেসিডেন্টের টুইট নিয়ে আরো কিছু জানতে হোয়াইট হাউজে গিয়েছিল যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। কেসিএনএ’র প্রকাশিত ছবিটির সত্যতা নিশ্চিত করেছে হোয়াইট হাউজ। রবিবার দক্ষিণ কোরিয়ান প্রেসিডেন্সিয়াল উপদেষ্টা মুন চুং ইন সিএনএনকে বলেছে, উত্তর কোরিয়ার শীর্ষ নেতা ‘জীবিত ও সুস্থ আছেন।’রয়টার্স, সিএনএন, বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।