মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতজুড়ে লকডাউনের মধ্যে একটি কংক্রিট মিক্সারের মধ্যে লুকিয়ে বাড়ি ফেরার সময় ধরা পড়েছে ১৮ পরিযায়ী শ্রমিক। শনিবার সকালে মধ্য প্রদেশের একটি মহাসড়কে ট্রাক থামিয়ে কংক্রিট মিক্সারের মধ্যে ওই পরিযায়ী শ্রমিকদের দেখতে পায় পুলিশ, জানিয়েছে এনডিটিভি। এই শ্রমিকরা উত্তর প্রদেশের লক্ষ্মৗে নিজ নিজ বাড়িতে ফেরার চেষ্টায় মিক্সার মেশিনের ভেতরে লুকিয়ে মধ্য প্রদেশ থেকে রওনা হয়েছিলেন। মধ্য প্রদেশের ইন্দোর ও উজ্জয়িন জেলার মধ্যবর্তী সীমান্তে অবস্থান নিয়ে পুলিশ লকডাউনের মধ্যে লোকজন আইন ভেঙে চলাফেলা করছে কি না, ট্রাক থামিয়ে তা পরীক্ষা করছিল। কংক্রিট মিক্সারবাহী ট্রাকটি থামানোর পর চালকের বিচলিত আচরণ দেখে পুলিশ কংক্রিট মেশানোর বিশাল ড্রামটি, যেটিতে সিমেন্টের সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে নির্মাণ কাজের কংক্রিট মিশ্রণ তৈরি করা হয়, পরীক্ষার উদ্যোগ নেয়। এরপর ঢাকনা খুলে সেখানে ১৮ জনকে বসে থাকতে দেখে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাকটিকে থানায় নেয়া হয়েছে বলে মধ্য প্রদেশ পুলিশ জানিয়েছে। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।