Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুন্সীগঞ্জে আক্রান্ত ২৪ঘন্টায় ৫গুন বৃদ্ধি

নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৫:৩৯ পিএম

মুন্সীঞ্জে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ গুন বৃদ্বি পেয়েছে। আক্রান্তের সংখ্যা ১১৭ থেকে বৃদ্বি পেয়ে দাড়িয়েছে ১৬৬ জনে। এতে আতংক ছড়িয়েছে সর্বত্র।
মুন্সীগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ৬৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ পাঠানো হয়। এর মধ্যে ৪৭ জনের নমুনায় ফলাফল পজেটিভ আসে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১১৭ থেকে বৃদ্বি পেয়ে দাড়ায় ১৬৬ জনে। গতদিন (শনিবার) নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৮ জন। হঠাৎ করে আক্রান্তের সংখ্যা পাচঁ গুন বৃদ্বি পাওয়ায় নমুনা পরীক্ষার ফলাফল নিয়ে সন্দেহ দেখ দিয়েছে। জানা যায় , জেলা সিভিল সার্জন অফিসের যে সব ব্যক্তির ফলাফল পজেটিভ এসেছে তাদের অনেকের মধ্যে প্রাথমিক কোন লক্ষন নেই। ফলাফল পজেটিভ আসায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। আবার একদিনে এত বিপুল সংখ্যক আক্রান্ত হওয়ায় সদর উপজেলায় আতংক ছড়িয়ে পরেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ