প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারাবিশ্ব স্থবির। এমন পরিস্থিতিতে স্বামী নিক জোনাসের সঙ্গে লস এঞ্জেলসে আছেন বলিউড সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। সেখানে থাকলেও দেশের আপদকালীন সময়ে নিজেদের সাধ্যমতো সাহায্য নিয়ে এগিয়ে এসেছেন এই তারকা দম্পতি। তবে এবার নতুনভাবে খবরের শিরোনামে উঠে এলেন পিগি।
সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কোভিড-১৯ সংক্রমণে শিশুদের উপর প্রভাব নিয়ে একসঙ্গে একটি ক্যাম্পেইনে অংশ নিবেন তাঁরা। এমনটি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়া নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকটের কারণে বিপাকে পড়েছে শিশুরা। যেটি সত্যিই হৃদয় বিদারক। এই মুহূর্তে শিশুদের খাদ্য ঘাটতি থেকে শুরু করে স্বাস্থ্যসেবা ও নানান সহিংসতা সহ্য করতে হচ্ছে। এই দুর্যোগে তাদের রক্ষার দায়িত্ব আমাদের সবার। বিশেষ এই ক্যাম্পেইনে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন গ্রেটা থুনবার্গ এবং ইউনিসেফ।´
এদিকে করোনার বিস্তার ঠেকাতে ভারত জুড়ে চলছে লকডাউন। স্বভাবতই অসহায় হয়ে পড়েছেন খেটে খাওয়া দিন মজুররা। তাদের সহায়তায় ভারতের প্রধানমন্ত্রীর ত্রান তহবিল ও আন্তর্জাতিক চ্যারিটি তহবিলে নগদ অর্থ অনুদান দিয়েছেন নিক-প্রিয়াঙ্কা তারকা দম্পতি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।