বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়ার শিবগঞ্জে পুলিশের উদ্ধার করা খাদ্য বান্ধব কর্মসূচির ৫ হাজার ১শ’ কেজি চাল আদালতের নির্দেশনা মোতাবেক দুঃস্থ মানুষের মধ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে পুলিশ ।
এরই অংশ হিসেবে রোববার বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা (বিপিএম বার )
শিবগঞ্জ থানায় আনুষ্ঠানিকভাবে কয়েকজন দুঃস্থ মানুষের কাছে ১০ কেজি চালের সাথে ২ কেজি আলু সহ ১২ কেজির ১টি করে প্যাকেট প্রদান করে বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
শিবগঞ্জ থানার ওসি জানান, এরপর ১২ কেজির ১টি করে প্যাকেট ৫শ ৫ জন কর্মহীন দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেবে পুলিশ ।
উল্লেখ্য গত ১১ এপ্রিল পুলিশ শিবগঞ্জের সৈয়দপুর ইউনিয়নের গণকপাড়া গ্রাম থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ৫ হাজার ১শ কেজি চাল উদ্ধার করে জব্দ করে এবং একটি মামলা দায়ের করে। পাশাপাশি উদ্ধারকৃত চালগুলো দুঃস্থ লোকদের মধ্যে বিতরণের আদেশ
চেয়ে আদালতে একটি নির্দেশনা চাইলে আদালত তা’ মঞ্জুর করেন ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।