Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরিস বললেন, চিকিৎসকেরা ভেবেছিলেন তার মৃত্যু হতে পারে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ২:৫০ পিএম | আপডেট : ২:৫৯ পিএম, ৩ মে, ২০২০

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, চিকিৎসকেরা ভেবেছিলেন তার মৃত্যু হতে পারে, তবে তারা সুস্থ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন।তিনি গত রোববার দ্য সানকে এসব কথা জানান।
বরিস বলেন , অস্বীকার করব না এটা কঠিন স্মৃতি। চিকিৎসকেরা আমার মৃত্যু ঘোষণা দেয়ার প্রস্তুতি নিয়েছিলেন। আইসিইউতে আমাকে বাঁচিয়ে রাখতে চিকিৎসকেরা ‘লিটার-লিটার’ অক্সিজেন দেন। আমার শ্বাসনালী দিয়ে টিউব প্রবেশ করানোর সময় বাঁচার সম্ভাবনা ফিফটি-ফিফটি চলে আসে।
গত ২৭ মার্চ বরিস করোনা টেস্টে পজিটিভ আসায়েোম কোয়রাইটাইনে যান। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।
হাসপাতাল থেকে মুক্তি পেয়ে গত বুধবার ছেলে সন্তানের মুখ দেখেন বরিস। জানান, চিকিৎসকদের উৎসর্গ করে ছেলের নাম রেখেছেন উইলফ্রেড ল্যারি নিকোলাস জনসন। নিকোলাস রেখেছেন ড. নিক প্রাইস এবং ড. নিক হার্টের নামানুসারে, যে দুই চিকিৎসক তার জীবন রক্ষা করেছেন।
সূত্র : দ্য সান, জি নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ