Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঝালকাঠিতে নতুন করে দুই জনের করোনা শনাক্ত

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১:২৫ পিএম

ঝালকাঠিতে নতুন করে দুইজনের করোনা শনাক্ত হয়েছে। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে আজ রবিবার সকালে ঝালকাঠির সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো নমুনা সংগ্রহের রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। এ ঘটনায় আশে পাশের ২০টি বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন। এ নিয়ে জেলায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার জানান, শহরের পূর্বচাঁদকাঠি ও রামনগর গ্রামের এক নারী ও এক পুরুষের গত ৩০ এপ্রিল নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে তাদের রিপোর্ট আসে। তাদের দুজনেরই করোনা শনাক্ত হয়েছে। তারা দুইজনেই সুস্থ থাকায় বাড়িতে আইসোলেশনে রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ