বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
করোনভাইরাসে আক্রান্তদের চিকিৎসাসেবায় নিয়োজিত বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের সাময়িক আবাসনের জন্য নগরীর ৭টি অভিজাত আবাসিক হোটেলকে জেলা প্রশাসনের তত্ববধানে নেয়া হয়েছে। ইতোমধ্যে দুটি হোটেলে ৪০ জন চিকিৎসক ও নাসর্ এসব আবাসিক হোটেলে উঠেছেন বলে জানা গেছে। পর্যায়ক্রমে অন্যান্য হোটেলগুলোতে চিকিৎসক-নার্স সহ অন্যরা উঠবেন। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক-নার্স ও টেকনোলজিষ্ট সহ অন্যান্য স্বাস্থ্য কর্মীরা সেখানে থাকতে পারবেন।
আবাসিক হোটেলগুলো হচ্ছে- গ্রান্ড পার্ক, সেডোনা, অ্যারিনা, এথেনা, হোটেল ইস্টার্ন, হোটেল আলী এবং রোদেলা। এর আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম নির্বিঘœ করার লক্ষ্যে চিকিৎসক, নার্স ও চিকিৎসা কর্মীদের যাতায়াতের জন্য দুটি বাস সার্ভিস চালু করা হয়েছে।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সাংবাদিকদের জানিয়েছেন, চিকিৎসক-নার্সসহ অন্যরা যাতে নিজেরা সুস্থ থেকে করোনাভাইরাসে রোগীদের সার্বাক্ষণিক সেবা দিতে পারেন সে জন্যই এসব ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসাকাজে জড়িত ব্যক্তিদের জন্য আরও কোনো সুবিধার প্রয়োজন হলে সেটাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।