Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৮, আক্রান্ত ১০২৬

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১১:৩৮ এএম

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ২৫ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত ১০২৬ জন। রোববার সকালে (৩ মে) জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়। আশংকাজনক হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ-উৎকন্ঠা দেখা দিয়েছে সচেতন মানুষদের মধ্যে। তবে অসচেতন মানুষগুলো পরিস্থিতির ভয়াবহতায়ও লকডাউন উপেক্ষা করে দিব্বি ঘুরে বেড়াচ্ছেন।
এদিকে সবচেয়ে বেশি আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায়।

জেলায় মোট আক্রান্তের অর্ধেকের বেশি মহানগর এলাকায়। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত সদর উপজেলায়।
নারায়ণগঞ্জে আক্রান্তের সংখ্যা সিটি কর্পোরেশন এলাকায় ৬৩২ জন, সদর উপজেলায় ২৯৯, বন্দর উপজেলায় ২২, আড়াইহাজারে ২৮, সোনারগাঁয়ে ৩২ ও রূপগঞ্জে ১৩ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৪ জন, সদরে ১০, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন।
জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪৭ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৩৩ জন, সদর উপজেলার ৯ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও আড়াইহাজারের ৩ জন।
এই পর্যন্ত জেলায় মোট ৩৩৩২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৬৪ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৭৪৮, সদর উপজেলায় ১৭৪৬, বন্দরে ২১৯, আড়াইহাজারে ৩১০, সোনারগাঁয়ে ১৫২, রূপগঞ্জে ১৫৭ জনের।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ