Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে একদিনের ব্যবধানে আরও এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত, বাড়ি লকডাউন

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১১:৩২ এএম

রাজশাহীর দুর্গাপুরে একদিনের ব্যবধানে আরও এক ব্যাক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার রাত ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটির সভাপতি মহসীন মৃধা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে। এ নিয়ে দুর্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল দুইজনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা জানান, গত বৃহস্পতিবার উপজেলার ভাংগীর পাড়া গ্রামে সাইদুল ইসলাম নামের (৪০) এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এক দিনের ব্যবধানে উপজেলার রঘুনাথপুর গ্রামে আব্দুল কাদের (২৫) নামের আরও এক ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস পজিটিভ এসেছে।
তিনি বলেন, এ নিয়ে এই উপজেলায় দুইজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ফলে এ উপজেলায় ব্যাপক আকারে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এ কারণে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সুপারিশক্রমে আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করে গণবিজ্ঞপ্তি দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ