Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সর্বোচ্চ সংক্রমণের মধ্যেই লকডাউন বাতিল করেছে টেক্সাস

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১০:৩৫ এএম

করোনা মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে। শনিবার সেখানে নতুন করে কোভিড নাইন্টিনে আক্রান্ত হয়েছেন ১,২৯৩ জন। এ নিয়ে টানা তিনদিন সেখানে সহস্রাধিক মানুষ এ রোগে আক্রান্ত হলো। একই সময়ে সেখানে মহামারিতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১৫ জন।

এমনটাই জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি তথ্যে। তবে মহামারি যখন প্রকট রূপ ধারণ করেছে ঠিক তখনি লকডাউন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে সেখানকার গভর্নর। গত শুক্রবার গভর্নর গ্রেগ এবোটের নির্দেশের পর টেক্সাসের অর্থনৈতিক কার্যক্রম চালু হয়েছে। চালু হয়েছে বিনোদন সেবাগুলোও।

সিনেমা হল, জাদুঘর ও চিড়িয়াখানাও খুলে দেয়া হয়েছে। তবে দোকানগুলো আপাতত ২৫ শতাংশ হারে ব্যবসা চালু রাখতে পারবে। আগামি ১৮ মে নাগাদ কড়াকড়ি আরো কমিয়ে আনা হবে বলেও জানিয়েছেন এবোট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ