Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরো ৩ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৯:২২ এএম

চট্টগ্রামে নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
দুটি ল্যাবে শনিবার নমুনা পরীক্ষায় নয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে, এর মধ্যে ৩ জন চট্টগ্রামের।

চট্টগ্রাম সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

এদের তিনজন চট্টগ্রামের তিন উপজেলার এবং অপর তিনজন নোয়াখালীর বাসিন্দা।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইয়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষা করা হয় ৯০ জনের নমুনা। এতে লক্ষ্মীপুরের তিনজনের নমুনায় সংক্রমণ পাওয়া গেছে।

তিনি বলেন, চট্টগ্রামের তিনজন চন্দনাইশ, সন্দ্বীপ ও রাঙ্গুনিয়া উপজেলার। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।

নোয়াখালীর দুইজন হাতিয়া উপজেলার এবং অপরজন নোয়াখালী সদরের বলে জানা গেছে।

চন্দনাইশের আক্রান্ত নারী উপজেলা সদরের কেরানির বাড়ি এলাকায় থাকেন। তিনি চন্দনাইশে প্রথম আক্রান্ত ১০ মাসের শিশুটির সংস্পর্শে এসেছিলেন। ওই শিশু সুস্থ হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
সন্দ্বীপে আক্রান্ত ২৫ বছরের যুবক স্থানীয় গাছুয়া ইউনিয়নের বাসিন্দা ।
বিআইটিআইডিতে এ পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলের মোট তিন হাজার ৩৩১ জনের নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া গেছে ১২৩ জনের।
নতুন তিনজনসহ চট্টগ্রাম মহানগর ও জেলায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৬ জনে। অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন আছেন আরও পাঁচজন। এছাড়া কক্সবাজার জেলার দুইজন রোগী চট্টগ্রামের হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২০ জন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ