Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঠাকুরগাঁওয়ে নতুন করে ৩ জন করোনা সনাক্ত

মোট রোগী ১৯ সুস্থ ৩

ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ৯:১৬ এএম

ঠাকুরগাঁওয়ের নতুন করে ৩ জন করোনা সনাক্ত হয়েছেন। এর মধ্যে হরিপুর উপজেলায় ২ এবং বালিয়াডাঙ্গীতে ১ জন রয়েছেন। এদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন মহিলা। এ নিয়ে জেলায় মোট করোনা রোগী সনাক্ত হলেন ১৯ জন যাদের মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

দিনাজপুর এম আ: রহিম মেডিকেল কলেজ হতে প্রাপ্ত তথ্যসুত্রে শনিবার (২ মে) রাত ১০টায় বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: মাহফুজার রহমান সরকার।

তিনি বলেন, আজ ২ মে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁওয়ে নতুন করে হরিপুর উপজেলায় দুইজন ও বালিয়াডাঙ্গী উপজেলায় একজনসহ মোট ৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। হরিপুরে আক্রান্তদের একজন নারী ও একজন পুরুষ, তাদের দুজনেরই বয়স ২০ বছর এবং তারা নারায়ণগঞ্জ ফেরত। এছাড়া বালিয়াডাঙ্গীতে একজন পুরুষ আক্রান্ত হয়েছেন তার বয়স ৫৫ বছর। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁওয়ে সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা বর্তমানে ১৯ জন।তবে এদের মধ্যে ৩ জন সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। এছাড়াও তিনি সরকারি নির্দেশনা মেনে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

প্রসঙ্গত, এর আগে গত ১১ এপ্রিলে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২ জন ও পীরগঞ্জে একজনসহ প্রথম তিনজন করোনা রোগী সনাক্ত হয়। পরে ১৭ এপ্রিল রাণীশংকৈলে এক শিশু ও হরিপুরে একজন সনাক্ত হয়। এর পর ১৮ এপ্রিল আবারো রাণীশংকৈলে একজন সনাক্ত হয়। ২১ এপ্রিল সদরে একজন নারী সনাক্ত হয়।২৬ এপ্রিল বালিয়াডাঙ্গীর লাহিড়ীতে গাজীপুরে গার্মেন্টস এ চাকুরী করা ২৭ বছর বয়সী এক যুবক করোনায় আক্রান্ত হয়। ২৭ এপ্রিল জেলার হরিপুরে ৩ জন, পীরগঞ্জে ২ জন ও বালিয়াডাঙ্গীতে একজনসহ মোট ৬ জন করোনা রোগী সনাক্ত হয়। ২৮ এপ্রিল হরিপুরে নতুন করে আরও একজন করোনা রোগী সনাক্ত হয়।৩০ এপ্রিল নতুন করে পীরগঞ্জে এক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছে। আজ সর্বশেষ ২ মে হরিপুরে ২ জন ও বালিয়াডাঙ্গীতে একজনসহ মোট ৩জন আক্রান্ত হওয়ায় জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ১৯ জনে। তবে এরমধ্যে তিনজন ব্যক্তি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন। ঠাকুরগাঁও জেলায় এ পর্যন্ত ৬৩৩ জনের নমুনা পাঠিয়ে ৫৪৭ জনের ফলাফল পাওয়া গেছে। এ নিয়ে ৫২৮ জনের নেগেটিভ এবং ১৯ জনের কোভিড-১৯ পজেটিভ সনাক্ত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ