নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অভিষেক বিশ্বকাপের প্রতিটি স্মারক নিঃসন্দেহে খুব মূল্যবান হেনরি নিকোলসের কাছে। কিন্তু যুদ্ধ যখন জীবন বাঁচানোর, সাহায্যের হাত বাড়াতে দ্বিধা করেননি নিউজিল্যান্ডের এই টপ অর্ডার ব্যাটসম্যান। ইউনিসেফ নিউজিল্যান্ডকে দান করছেন ২০১৯ বিশ্বকাপ ফাইনালের জার্সি। যাতে বিশ্বকাপ দলের সব ক্রিকেটারের স্বাক্ষর রয়েছে। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনালে কিউইদের দারুণ শুরু এনে দিয়েছিলেন নিকোলস। ৭৭ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। একের পর এক নাটকীয়তায় ম্যাচটি হয়ে গেছে ক্রিকেট গল্প-কথার অংশ। মূল ম্যাচের পর টাই হয় সুপার ওভারও। বাউন্ডারিতে এগিয়ে থাকায় শিরোপা জেতে ইংল্যান্ড। এই ম্যাচের জার্সির মাধ্যমে মানুষের দান করার আগ্রহ বাড়াতে এমন উদ্যোগ নিয়েছেন ২৮ বছর বয়সী নিকোলস, ‘যখন থেকে লকডাউন শুরু হয়েছে, পুরো নিউ জিল্যান্ডে পার্সেল খাদ্যের চাহিদা তিনগুন বেড়ে গেছে। ...আমি চিন্তা করেছি, দানের জন্য মানুষের আগ্রহ বাড়াতে জার্সিটি ব্যবহার করতে পারি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।