Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে ঢাকা থেকে আসা একজন করোনা নিয়ে হাসপাতালে ভর্তি

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদাদতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৮:০৫ পিএম

রাজশাহীর গোদাগাড়ীতে বিপ্লব (৩৫) নামে ১জন করোনাভাইরাস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার দেওপাড়া ইউনিয়নের পালপুর ধরমপুর গ্রামের সািদুর রহমানের ছেলে বিপ্লব ঢাকার একটি ঔষধ কোম্পানীতে চাকুরী করতেন। 

বিপ্লবের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে তার ছোট ভাই জেমস বলেন, গত ২২ এপ্রিল শরীরে সর্দি-জ্বর ও কাশি দেখা দিলে তিনি নিজেই ২৭ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনার লক্ষণ আছে কি না-তার নমুনা পরীক্ষা করান। ২৮ এপ্রিল রিপোর্টে আসে তার করোনা পজেটিভ। এই অবস্থায় ঢাকা থেকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজশাহী আসে। শুক্রবার (১লা মে) সকাল ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। তবে হাসপাতালে ভর্তির সময় নিজে করোনা পজিটিভ এমন তথ্য গোপন করেন। পরে কর্তব্যরত চিকিৎসক রোগীর শরীরে করোনা উপসর্গ দেখতে পেয়ে তাকে খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদের জন্য স্থাপিত আইসোলেশন ওয়ার্ডে পাঠিয়ে দেন। রাজশাহী খ্রিস্টিয়ান মিশন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুরোজ জানান, ঢাকা থেকে পালিয়ে আশা যুবক তার করোনা পজেটিভের বিষয়টি স্বীকার করেছে। এ সংক্রান্ত কোন এসএমএস বা রিপোর্ট দেখাতে পারেননি। আইসোলেশন ওয়ার্ডে সে সুস্থ রয়েছে।
গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু তালেব বলেন, বিপ্লবের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। শনিবার সকালে তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। এদিকে বিপ্লবের করোনার পজেটিভ থাকার বিষয়টি ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মাঝে আতংক দেখা দিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ