Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উহানকে অভিনন্দন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মে, ২০২০, ১২:০৫ এএম

ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে কোভিড-১৯ রোগের সূচনা হয়। উৎপত্তি চীনে হলেও বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে থাবা বসিয়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী ভাইরাসটির দাপট এখনো না কমলেও উৎপত্তিস্থলে এটি নির্মূল হয়েছে। করোনায় গুরুতর আক্রান্ত কেউ নেই উহানে। এই সাফল্যে শহরটিকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত জানুয়ারিতে লকডাউন করা হয় উহান, প্রত্যাহার হয় এপ্রিলে। এই কয়েক মাসে কঠোর সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার সুফল পায় শহরটি। ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির টেকনিক্যাল প্রধান ড. মারিয়া ফন কারখোভ বলেছেন, ‘উহানে গুরুতর আক্রান্ত আর কেউ নেই, খবরটা শুনে দারুণ লাগছে। মহামারির শুরুতে ওই শহরের সবচেয়ে ক্ষতি হয়েছিল। প্রশংসা ছাড়া আর কিছুই বলার নেই। উহানের মানুষদের অক্লান্ত প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই।’ জরুরি পদক্ষেপ মেনে যারা ঘরে থেকেছেন তাদের প্রশংসা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই কর্মকর্তা বলেছেন, ‘আপনাদের জানাই অভিনন্দন। আপনাদের কর্মকান্ড ও অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানাই। বিশ্বকে দেখিয়ে দিলেন কী করতে পারেন আপনারা এবং তা আমাদের সঙ্গে ভাগাভাগি করার জন্য কৃতজ্ঞতা।’ শনিবার একদিনে চীনে কেবল একজনের করোনা সংক্রমণের খবর পাওয়া গেছে। টানা চারদিন হলো দেশটিতে কেউ মারা যায়নি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্ব-স্বাস্থ্য-সংস্থার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ