এবার কক্সবাজারের এক ডাক্তার দম্পতি ঢাকায় গিয়ে
করোনা আক্রান্ত হলেন। নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার সদর হাসপাতালের এনেস্তেসিয়া বিভাগের ওই চিকিৎসক দম্পতি এখন চট্টগ্রামে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
সূত্র মতে মাসখানেক আগে ওই চিকিৎসক তাঁর সন্তান সম্ভাবা স্ত্রীকে নিয়ে ঢাকার মহাখালী এনআইসিইউ মেমোরিয়াল হাসপাতালে যান। সেখানই তাদের সন্তানটি প্রসব হয়।
গত ১০ দিন আগে তাদের দুইজনেরই
করোনা পজিটিভ হলে তারা চট্টগ্রাম চলে আসেন। শিশু সন্তানটিকে সেখানে একটি বেসরকারী হাসপাতালে আইসিইউতে রেখে নিজেরা ফিল্ড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
জানা গেছে, ১০ দিন আগে তাদের
করোনা পজিটিভ হলেও এখন পর্যন্ত তারা সুস্থ আছেন এবং কোন উপসর্গ দেখা যাচ্ছেনা।
এদিকে আজ (২ মে) কক্সবাজারে ৯৪ জনের নমুনা টেস্টে সবাই নেগেটিভ বলে জানা গেছে।