Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে এক চিকিৎসক করোনায় আক্রান্ত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৪:১১ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে এক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশরাফুজ্জামান সরকার। উপজেলার সোনারায় ইউনিয়নের শিবরাম গ্রামের বাসিন্দা এ চিকিৎসক বর্তমানে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসারের দায়িত্ব পালন করেন। বর্তমান কর্মস্থলে দায়িত্ব পালনকালে তার করোনার উপসর্গ দেখা দেয়। পরে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। ডাক্তার আশরাফুজ্জামান আরো জানান,এপর্যন্ত উপজেলায় দুইজন করোনায় আক্রান্ত হলেন। ইতোমধ্যেই এক গৃহবধু করোনায় আক্রান্ত হয়ে ২১ দিন চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে করোনা আক্রান্ত চিকিৎসক তার নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ