Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মনপুরায় করোনা আক্রান্ত সেই যুবকের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ মে, ২০২০, ৪:০০ পিএম

ভোলার মনপুরায় ঢাকা ফেরত করোনা আক্রান্ত সেই যুবকের প্রথম নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। শনিবার সকালে স্বাস্থ্য কর্মকর্তা ও মেডিকেল টিমের প্রধান ও মনপুরা হাসপাতালের টিএইচও ডাঃ মাহমুদুর রশীদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৯ এপ্রিল বুধবার প্রাতিষ্ঠানিক আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত যুবকের প্রথম নমুনা সংগ্রহ করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে ১ মার্চ শুক্রবার রাতে ওই আক্রান্ত যুবকের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তবে ওই যুবক সুস্থ্য রয়েছেন বলে জানান তিনি।
মেডিকেল টিমের প্রধান ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদুর রশীদ অারো জানান, শনিবার ২য় ধাপে নমুনা সংগ্রহ করে বরিশালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসলে ওই যুবককে আইসোলেশনে থেকে বাড়িতে পাঠানো হবে। এছাড়াও ওই যুবকের পরিবারের ১৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাদের ফলাফল নেগেটিভ আসে।
উল্লেখ্য, গত ২৩ এপ্রিল রাতে ঢাকা ফেরত যুবকের করোনা পজেটিভ আসলে রাতেই আক্রান্ত যুবককে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। ওই যুবক উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি ঢাকায় একটি ফিড কোম্পানীতে চাকরী করতেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ