বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ শেষে বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রামে করোনা থেকে মুক্তি চেয়ে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইমাম খতিবগণ মহান আল্লাহর দরবারের কান্নায় ভেঙ্গে পড়েন।
রহমত মাগফিরাত আর নাজাতের এ মাসে মহামারী থেকে মানুষের জীবন রক্ষায় তারা আল্লাহর খাস রহমত কামনা করেন। তার আগে মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় জিকির আজগার।
সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে জুমার জামাত অনুষ্ঠিত হয়। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ মসজিদ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, বায়তুশ শরফ জামে মসজিদ সহ প্রতিটি মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।
নগরবাসী ঘরে ঘরে নামাজ আদায় করে। নামাজ শেষে বাসা বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত জিকির আজগার করে মহান আল্লাহর দরবারের মোনাজাত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।