মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পশ্চিম তীরে ইসরাইলের বসতি সম্প্রসারণ পরিকল্পনাকে ‘নতুন যুদ্ধাপরাধ’ বলে নিন্দা জানিয়েছে আরব দেশগুলোর জোট আরব লিগ। বৃহস্পতিবার আরব দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের ভিডিও কনফারেন্সের পর এক বিবৃতিতে এ নিন্দা জানায় আরব লিগ।
উল্লেখ্য, ইসরাইলে নতুন ঐক্যের সরকার গঠনের চুক্তি ঘোষণায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের পশ্চিম তীরে এবং জর্ডান উপত্যকায় ইহুদি বসতি সম্প্রসারণের বিষয়ে ১লা জুলাই থেকে আলোচনা শুরু করবে তার মন্ত্রীপরিষদ। ওদিকে ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধে দখলে নেয়া ভূমির ওপর দখলদারিত্ব পূর্ণ মাত্রায় প্রতিষ্ঠা করার পরিকল্পনায় ক্ষোভ প্রকাশ করেছে ফিলিস্তিন।
এ নিয়ে আরব লিগ বিবৃতিতে বলেছে, এমন পরিকল্পনা বাস্তাবয়ন হবে নতুন এক যুদ্ধাপরাধ। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এটা হবে ইসরাইলের পূর্ণাঙ্গ এক নৃশংস অপরাধের রেকর্ড। করোনা মহামারির মধ্যে আরব লিগের এই বৈঠক ভিডিও মারফতে সম্পন্ন হয়। এতে আরব লিগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল ঘেইতি ইসরাইলকে অভিযুক্ত করে বলেছেন, করোনা ভাইরাস মহামারি নিয়ে বিশ্ব যখন লড়াই করছে তখন এই সুযোগকে ব্যবহার করছে ইসরাইল। যদি এই পরিকল্পনা নেয়া হয় তাহলে এতে স্বাধীন, সার্বভৌম, ভৌগোলিকভাবে সংযুক্ত এবং একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে যাবে।
যদি এই পরিকল্পনা বাস্তবায়ন করা হয় তাহলে দ্বিরাষ্ট্র তত্ত্বের সমাধান প্রক্রিয়া শেষ হয়ে যাবে। এক্ষেত্রে জাতিসংঘের রেজ্যুলুশন মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে আরব দেশগুলো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।