Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেরানীগঞ্জে ২২দিন পর করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৮:০৭ পিএম

ঢাকার কেরানীগঞ্জে দীর্ঘ ২২দিন পর হাসপাতাল থেকে এক করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। প্রানঘাতি করোনা থেকে বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম হচ্ছে সুলতান মাহমুদ(৩২)। তার বাড়ি কালিন্দী ইউনিয়নের বরিশুর গ্রামে। তিনি এপ্রিল মাসের প্রথমদিকে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করিয়েছিলেন। এতে তার করোনা পজেটিভ রিপোর্ট আসলে গত ৯এপ্রিল তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগন রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করেন। সেখানে তিনি দীর্ঘ ২২দিন চিকিৎসাধীন থাকার পরে সম্পুর্ন সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার(৩০এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে ফিরেছেন। সুলতান মাহমুদের বড় বোনের স্বামী মোঃ ওমর ফারুক এতথ্যটি নিশ্চিত করেছেন।



 

Show all comments
  • মিয়া আবদুলহান্নান ১ মে, ২০২০, ৪:২৯ এএম says : 0
    কেরানীগঞ্জ উপজেলা দুটি থানা নিয়ে বিশাল এলাকা রাজধানীর অদুরে বুড়িগঙ্গা নদীর পাড় ঘেঁষে কেরানীগঞ্জ মডেল থানা ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা। এখান থেকে নিয়মিত প্রতিদিন কেরানীগঞ্জ উপজেলা ঘটে যাওয়া সংবাদ নিয়মিতভাবে প্রতিদিন প্রেরন করেন, কেরানীগঞ্জ উপজেলা সংবাদদাতা মোঃ আব্দুল গনী , দৈনিক ইনকিলাবের পথচলা ও মোঃ আব্দুল গনীর নেক হায়াৎ কামনা করি আমীন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ