মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর-পূর্ব ভারতের পঞ্চম রাজ্য হিসেবে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত ঘোষণা করা হল ত্রিপুরাকে। এখনও পর্যন্ত এই রাজ্যে দু’জন কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছিলেন। তারা সুস্থ হয়ে উঠেছেন। তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। জানা গেছে, এই দু’জনের সংক্রমণের ধরা পড়ার পরেই তাঁদের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়। রাজ্য শুরু হয় ব্যাপক হারে টেস্টিং। ভারতে প্রতি মিলিয়ন জনসংখ্যায় সবথেকে বেশি নমুনা পরীক্ষা হয়েছে এই রাজ্যেই। এই টেস্ট করার ফলেই রাজ্যে সংক্রমণ কমেছে বলে জানিয়েছে ত্রিপুরা সরকার। এর আগে উত্তর-পূর্বের আরও চার রাজ্য সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল। এখনও পর্যন্ত উত্তর-পূর্বে সবথেকে বেশি আক্রান্তের খবর পাওয়া গিয়েছে আসামে। এই রাজ্যে ৩৮ জন আক্রান্ত হয়েছেন কোভিড ১৯-এ। গত ১৪ দিন ধরে ত্রিপুরাতে নতুন কোনও সংক্রমণের খবর নেই। তারপরেই এই রাজ্যকে করোনা মুক্ত ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য সচিব জানিয়েছেন, তাঁদের বর্তমান লক্ষ্য অন্য কোনও রাজ্য থেকে যেন কোনওভাবেই সংক্রমণ ছড়াতে না পারে সেটা নিশ্চিত করা। এনডিটিভি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।