Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়েনি

করোনাভাইরাস মহামারীর অনিশ্চয়তার মুখে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৭:২৬ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীর সঙ্কটকালে ১৪৪১ হিজরির হজ নিয়ে অনিশ্চয়তার মুখে হজযাত্রী নিবন্ধনের সময়সীমা আর বাড়ানো হয়নি। আজ বৃহস্পতিবার পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৪০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৭ হাজার ৬১ জন হজযাত্রীর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ধর্ম প্রতিমন্ত্রীর এপিএস নাজমুল হক সৈকত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সউদী-বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তি অনুযায়ী চলতি বচর বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজে যাওয়ার কথা। মরণঘাতী করোনাভাইরাসের দরুণ সউদী সরকার এবার পবিত্র হজ অনুষ্ঠিত হবে কি না তা’সুস্পষ্টভাবে কোনো ঘোষণা দেয়নি। এ জন্যই ধর্ম মন্ত্রণালয় হজযাত্রী নিবন্ধনের সময়সীমা বাড়ায়নি। সউদী সরকার ক’মাস আগেই ওমরাহ কার্যক্রম বন্ধ করেছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩০ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবার কথা। অসমর্থিত সূত্র জানায়, করোনাভাইরাস পরিস্থিতি উন্নত হলে পবিত্র হজ কার্যক্রম ছোট আকারেও সম্পন্ন করার লক্ষ্যে ভেতরে ভেতরে বিভিন্ন প্রস্তুতি নিচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিবন্ধন

১০ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ