Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামেক হাসপাতালে নতুন এক্স-রে মেশিন

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : অবশেষে নতুন এক্স-রে মেশিন এলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল সকালে রাজশাহী সদর আসনের এমপি ও হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা আনুষ্ঠানিকভাবে এ নতুন এক্স-রে মেশিনটির কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ফজলে হোসেন বাদশা বলেন, এখন থেকে রামেক হাসপাতালেই রোগীরা ডিজিটাল এক্স-রে মেশিনের সুবিধা পাবেন। এতে সঠিকভাবে রোগ নির্ণয় করা যাবে। যার ফলে রোগীদের সঠিক চিকিৎসা সেবাও দেয়া সম্ভব হবে। এ ক্ষেত্রে রামেক হাসপাতাল আরও এক ধাপ এগিয়ে গেল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এএফএম রফিকুল ইসলাম, উপ-পরিচালক গাজী সাইফুল আলম চৌধুরী, সহকারী পরিচালক ডা. তৌফিকুল ইসলাম বেলাল ও রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলীসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রামেক হাসপাতালে নতুন এক্স-রে মেশিন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ