Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অবশেষে সুস্থ ফুলবাড়ীর একমাত্র করোনা রোগী এনামুল হক

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৪:৪২ পিএম

করোনা ভাইরাসের সাথে যুদ্ধ করে অবশেষে সুস্থ হয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক মাত্র করোনা আক্রান্ত রোগী এনামুল হক (৩১)।
গতকাল বৃহস্পতিবার তার দ্বিতীয় পরীক্ষায় করোনা ভাইরাস নেগেটিভ ফলাফল হয়েছে মর্মে নিশ্চিত করেছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন।
উল্লেখ্য গত ১২এপ্রিল নারায়ণগঞ্জ ফেরত উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যমপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এনামুল হকের নমুনা সংগ্রহের পর ১৪ এপ্রিল তার করোনা ভাইরাস সনাক্ত হয়। এরপর তাকে আইসোলেশনে রেখে তার বাড়ীসহ ওই এলাকা লকডাউন করে দেয়া হয়। ১৬দিন চিকিৎসাধীন থাকার পর (৩০এপ্রিল)বৃহস্পতিবার নমুনা টেষ্টে করোনা মুক্ত ফলাফল পাওয়া যায়।
করেনা জয়কারী এনামুল হক বলেন এই ১৬দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ ও উপজেলা প্রশাসন নিয়মিত তার খোঁজ খবর নিয়েছেন ও চিকিৎসা সেবা দিয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসানুল হোসেন বলেন ফুলবাড়ীতে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় ৩৩ জনের নেগেটিভ রেজাল্ট হয়েছে,একজন সনাক্তকারী এনামুল হক এখন করোনা মুক্ত । বর্তমানে এই উপজেলায় আর কোন করোনা রোগী নেই বলেও নিশ্চিত করেন তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ