Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে চলার আহ্বান তোফায়েল আহমেদের

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৪:১৪ পিএম

সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা - ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তোফায়েল আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করছি। এখন তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে করোনা দুর্যোগ কাটিয়ে আমরা আলোর পথে নিয়ে যাবো। অন্ধকারের পরে আলো আমাদের জীবনে আসবেই। তোফায়েল আহমেদ বলেছেন, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তা মেনে চললে আমারা আশা করি দেশকে রক্ষা করতে পারবো ইনশাআল্লাহ। সততার সাথে নিষ্ঠার সাথে দূরত্ব মেনে নিয়ম কানুন অনুসরণ করে চলতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দুর্যোগে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশবাসীর পাশে রয়েছে। আমরা ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছি। না খেয়ে কোন মানুষ কষ্ট পাবে না। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা ১২ টায় ভোলা সদর ও উপজেলা পরিষদেও হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধনকালে তোফায়েল আহমেদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন। করোনা ভাইরাসের কারনে ভোলায় পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন ১০ হাজার পরিবারের ঘরে ঘরে ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে তৃতীয় দফায় ইফতার ও খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ব্যবস্থা করেছেন। সামাজিক দূরুত্ব নিশ্চিত করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ নেতারা এই খাদ্যসমূহ ঘরে ঘরে পৌঁছে দিবেন।ত্রাণ সহায়তায় থাকছে চাল, ডাল, আলু, ছোলা, চিনি, তেল, পেঁয়াজ, খেজুরসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী। এ সময় ভিডিও কনফারেন্সে তোফয়েল আহমেদ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের কৃষকের জন্য,সকল ব্যাবসায়ীদের জন্য,সকল শ্রেণী পেশার মানুষের জন্য যে নির্দেশনা ও প্যাকেজ দিয়েছেন সেগুলো আমরা যদি অনুসরন করি, তাহলে তারাতারি আজকের এই মহামারি থেকে করনো ভাইরাসের আক্রমন থেকে এই দেশকে রক্ষা করতে পারবো বলে তিনি আশা করেন। এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ, জেলা আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।



 

Show all comments
  • শওকত আকবর ৩০ এপ্রিল, ২০২০, ৪:৩৬ পিএম says : 0
    *এই তো চেয়েছিলাম*
    Total Reply(0) Reply
  • শওকত আকবর ৩০ এপ্রিল, ২০২০, ৪:৫৭ পিএম says : 0
    দেশের এই ভয়াবহ দুঃসময় আপনি এবং আপনার সহ যোদ্ধাদের সমুন্বয় ত্রান বিতারন ও সঠিক দিক নির্দশনা দিয়ে জনগনের পাশে দাড়ান।কবে যে এই মহামারী থেকে মুক্তি পাওয়া যাবে আল্লাহ ই ভালো জানেন।সামনের দিনগুলী আরও কঠিন থেকে কঠিনতর।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ