Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানিকগঞ্জে হাসপাতালের আইসোলেশনে নারীসহ ৩ জনের মৃত্যু

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ৩:২০ পিএম

মানিকগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা তিনজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ বৃহস্পতিবার দুপুরে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদের মধ্যে একজন নারীও রয়েছেন।

হাসপাতালে মারা যাওয়া রোগীরা হলেন– সদর উপজেলার হাটিপাড়া বংকুরী গ্রামের স্বপন কুমার মণ্ডল (৫৫), ঘিওর উপজেলার কেল্লাই গ্রামের আবদুল মাজেদ (৫৫) এবং মানিকগঞ্জ পৌর এলাকার বেউথা গ্রামের জরিনা বেগম (৫৪)।

তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ জানান, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে গত মঙ্গলবার দুপুরে স্বপন কুমার মণ্ডল ও আবদুল মাজেদকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা।

করোনা উপসর্গ থাকায় তাদের হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন বুধবার দিবাগত মধ্যরাতে তারা মারা যান।

অন্যদিকে শ্বাসকষ্ট নিয়ে বুধবার সকালে জরিনা বেগম হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ থাকায় চিকিৎসকদের পরামর্শে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে বুধবার বিকালে তিনি মারা যান। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বলেন, প্রশাসন এবং পুলিশের উপস্থিতিতে বুধবার রাতে নিজ এলাকায় জরিনার লাশ দাফন করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে স্বপনের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে লাশ সৎকারের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।

তবে মাজেদের লাশ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত কেউ নিতে আসেননি বলে জানান আরশাদ উল্লাহ।

এদের সবার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে, এখন পর্যন্ত পরীক্ষার ফল পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ