Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫৩২৭ পরিবারের মধ্যে নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র খাদ্য সহায়তা

নওগাঁ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ২:৩২ পিএম

দেশে চলমান করোনা পরিস্থিতির কারনে সারাদশের মত নওগাঁতেও প্রচুর সংখ্যক প্রাত্যহিক খেটে খাওয়া মানুষের উপর বিরুপ প্রভাব পড়েছে। কাজ না থাকায় এসব পরিবার ব্যপক খাদ্য সংকটের মধ্যে পড়েছেন। নওগাঁ মাল্টিপারাপাস কো-অপারেটিভ সোসাইটি এই সংকটের কথা চিন্তা করে এসব পরিবারের মধ্যে খাদ্য সহায়তার হাত প্রসারিত করেছে।
নওগাঁ মাল্টিাপারপাস কো-অপারেটিভ সোসাইটির মাসব্যপী খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় এপ্রিল’২০২০ মাসে নওগাঁ পৌরসভার ৯টি ওয়ার্ড, সান্তাহার পৌরসভা, সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন, বোয়ালিয়া ইউনিয়ন এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে সর্বমোট ৫ হাজার ৩শ ২৭ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই সহায়তার আওতায় পরিবার প্রতি ৫ কেজি করে চাল, ১ কেজি করে আলু এবং আধা কেজি করে ডাল বিতরন করা হয়েছে। সেই হিসেবে এপ্রিল মাসে এসব পরিবারের মধ্যে ২৬ হাজার ৬শ ৩৫ কেজি চাল, ৫ হাজার ৩শ ২৭ কেজি আলু এবং ২ হাজার ৬শ ৬৩ কেজি ৫শ গ্রাম ডাল বিতরন করা হয়েছে। এ ছাড়াও কিছু কিছু পরিবারকে নগদ অর্থ দেয়া হয়েছে।
খাদ্য সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে নওগাঁ পৌরসভার ভবানীপুর গ্রামে ১ হাজার ১শ ৭১ পরিবার, চকরামপুর গ্রামে ৩শ ২৮ পরিবার, শেখপুরা গ্রামে ২শ ১৪টি পরিবার, রজাকপুর গ্রামে৫২৭ পরিবার, বোয়ালিয়া গ্রামে ১শ ৫১ পরিবার, পিরোজপুর গ্রামে ৫৬ পরিবার, সুলতানপুর মহল্লায় ১শ ৪৩ পরিবার, পার-নওগাঁ মহল্লায় ২শ ৪ পরিবার, খিদিরপুর মহল্লায় ৬৪ পরিবার, ছাতিয়ানকুড়ি মহল্লায় ২শ ১১ পরিবার, জগৎসিংহপুর মহল্লায় ১৬ পরিবার, বোয়ালিয়া ইউনিয়নের ইকরকুড়ি গ্রামে ২শ ১১ পরিবার, এনায়েতপুর গ্রামে ১শ ৩০ পরিবার, ধামকুড়ি গ্রামে ৯৯ পরিবার, সাহাপুর গ্রামে ৩শ ৫৫ পরিবার ও দোগাছি গ্রামে ১শ ৪৭ পরিবার, চন্ডিপুর ইউনয়নের শিমুলিয়া গ্রামে ৫৪ পরিবার, ইলশাবাড়ি গ্রামে ৩৬ পরিবার, বলিরঘাট গ্রামে ১৮ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।
এ ছাড়াও এই মাসে অন্যান্যভাবে বিতরনের মধ্যে রয়েছে নওগাঁ কো-অপারেটিভ ফোরামের মাধ্যমে ৪শ ৫৯ পরিবার, জেলা সিএনজি মালিক সমিতির মাধ্যমে ১শ পরিবার, জেলা অটো টেম্পু শ্রমিক সমিতির মাধ্যমে ১শ ৩৫ পরিবার, জাতীয় শ্রমিকলীগের মাধ্যমে ৪০ পরিবার, যুব মহিলালীগের মাধ্যমে ৩০ পরিবার, জাতীয় রিক্সা ও ভ্যান শ্রমিকলীগের মাধ্যমে ৪১ পরিবার, রবিদাস উন্নয়ন পরিষদের মাধ্যমে ৩১ পরিবার, নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চতুর্থ শ্রেনী ও লেবারদের মধ্যে ৯০ পরিবার, সান্তাহার পৌরসভা এলাকায় ৫৬ পরিবার এবং বিচ্ছিন্নভাবে আরও ৪শ ১০ পরিবারের মধ্যে এই সহায়তা দেয়া হয়েছে। এ ছাড়াও এলাকার ৬০টি পরিবারের প্রত্যেককে ২শ টাকা করে মোট ১২ হাজার টাকা বিতরন করা হয়েছে।
নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোস্ইাটি’র ব্যবস্থাপনা পরিচালক এম মাসুদ রানা জানিয়েছেন এই সহায়তা অব্যাহত থাকবে।



 

Show all comments
  • Shaikh Moniruzzaman ২৯ ডিসেম্বর, ২০২২, ১০:১৮ এএম says : 0
    নওগাঁ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর কাজ গুলি আমার কাছে খুব ই ভালো লেগেছে। তাই তাদেরকে ধন্যবাদ জানাই।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ