বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুরে কামাল কাজী (৪৫) নামে এক প্রবাসী নিজের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দিয়ে মজা করে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে সরকারি সাহায্য দাবী করায় তাঁকে ২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ২৯ এপ্রিল উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতে এ অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি তাঁকে এ কাজের জন্য তিরস্কার ও মুচলেকা নেয়া হয়।আজ৩০ এপ্রিল বৃহস্পতিবার মুঠো ফোনে উপজেলা নির্বাহী অফিসারের নাজির মোঃ জামাল হোসেন এ কথা বলেন।
জানাগেছে , রাজাপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের আশ্রাফ আলী কাজীর ছেলে কামাল কাজী গত সোমবার জাতীয় জরুরী সেবার ৩৩৩ নম্বরে ফোন করে জানায় -করোনা পরিস্থিতিতে সে অসহায় অবস্থায় আছে। তাই তাঁর জরুরী খাদ্য সহায়তা দরকার। কিন্তুু কামাল কাজী দীর্ঘ দিন বিদেশ থেকে দেশে ফেরা অার্থিক ভাবে তিনি সচ্ছল ব্যক্তি। রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার জরুরী সেবার নম্বর থেকে তথ্য পেয়ে ২৯ এপ্রিল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার সরেজমিনে তাঁর বাড়িতে ত্রাণ পৌছে দিতে গিয়ে দেখেন সে একতলা একটি পাকা ভবনের থাকে, আর্থিকভাবে সে সচ্ছল ব্যক্তি। তার ঘরে খাবারে পরিপূর্ণ। মিথ্যা বলায় তাঁকে দূর্যোগ আইনের ৩৮ ধারায় মিথ্যা তথ্য দিয়ে সরকারি সহায়তা চাওয়ার অপরাধে ২ হাজার টাকা অর্থদন্ড ও তিরস্কার দেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. সোহাগ হাওলাদার জানান, করোনা পরিস্থিতিতে সচ্ছল ব্যক্তি হয়েও এ ধরনের মজা করার অপরাধে এ অর্থদন্ড সহ ভবিষ্যতে এ হেন কাজ না করা হয় সে জন্য তাঁর কাছ থেকে মুচলেকা নেয়া হয় ও তাকে তিরস্কার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।