Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাটোর লকডাউন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ২:২২ পিএম

৯ জনের করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এক গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সিভিল সার্জনের গত ২৯ এপ্রিলের পাঠানো পত্র এবং ৩০ এপ্রিল করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ক জেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক নাটোর জেলাকে লকডাউন ঘোষণা করা হল। আজ বিকেল ৩টা থেকে জেলার বাইরে কোনো লোক যেতে বা আসতে পারবে না। এমনকি এক উপজেলার লোক অন্য উপজেলায় যেতে পারবে না।

সকল ধরণের গণপরিবহণ ও গণজমায়েত নিষিদ্ধ করা হলো। সামাজিক দূরত্ব বলবৎ নির্দেশনা আগের মতই বহাল থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা, ব্যাংকিং, খাদ্যপণ্য, কৃষি, ওষুধের দোকান, এবং সংবাদপত্র এ আদেশের বাইরে থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ