Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওসমানীনগরে করোনা রোগী সনাক্ত, বাড়ি লকডাউন

বালাগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১:১৮ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলায় প্রথম করোনা রোগি সনাক্ত করা হয়েছে। আক্রান্ত ব্যক্তির উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদাড়া (নোয়াগাও) গ্রামের মজম্মিল আলীর ছেলে আব্দুন নুর (৫৫)। বর্তমানে আক্রান্ত ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, ওসমানীনগর উপজেলায় গত ১০ দিনে ৪৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪ জনের রিপোর্ট আসে নেগেটিভ। গতকাল বুধবার আসা রিপোর্টে ধরা পড়ে ওসমানীনগরের ওই ব্যক্তির রিপোর্ট পজিটিভ। সন্ধ্যার পর আক্রান্ত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে আতংক ছড়িয়ে পড়ে।
এব্যাপারে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (অতিরিক্তি ওসমাননীগর) ডা. এইচ এম শাহরিয়ারের সাথে একাধিবার যোগাযোগ করা হলে বলেন, আমার টিম ঘটনাস্থলে রয়েছে। আমি এখন কিছু বলতে পারবো না। অতচ বিষয়টি নিয়ে চার দিকে আতংক ছড়িয়ে পড়েছে।
আক্রান্তের সত্যতা নিশ্চিত করে ওসমানীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোছা: তাহমিনা আক্তার বলেন, আক্রান্ত ব্যক্তি কার কার সাথে মিশেছে বা কিভাবে আক্রান্ত হয়েছে তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে ডাক্তার পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ