Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত নারীর মৃত্যু

টাঙ্গাইল জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:৫৬ পিএম

টাঙ্গাইলে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। তিনি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের কামার পাড়া গ্রামের বাসিন্দা। এই নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হলো।
মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম জানান, রেনু বেগম গত কয়েকদিন আগে ঢাকায় তার বোনের বাসা থেকে মির্জাপুরে আসেন। পরে জ্বর ঠান্ডা থাকায় গত ২৫ তারিখ তার নমুনা সংগ্রহ করা হয়। পরে সেটি ২৬ তারিখে ঢাকায় পাঠানো হলে ২৭ তারিখ রাতে তার করোনা পজেটিভ আসে। পরে গত ২৮ এপ্রিল তাকে চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ডা. মো. ওয়াহিদুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২১ এপ্রিল কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় টাঙ্গাইলের আরেক যুবকের মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ