Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার ত্রাণ তহবিলে ভাতার টাকা দিলেন এক প্রতিবন্ধী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১১:২৮ এএম

এবার নিজের ভাতার টাকা বরিশাল সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে দান করে দৃষ্টান্ত স্থাপন করলেন শারীরিক প্রতিবন্ধী বাদশা খান।

হুইলচেয়ার ছাড়া চলাফেরা করতে পারেন না তিনি। সমাজসেবা অধিদফতর থেকে প্রতি মাসে ৬০০ টাকা ভাতা পান। করোনা সংকটের কারণে অনেক মানুষ না খেয়ে আছে, এটি দেখে তার ভাতার তিন হাজার এবং জমানো দুই হাজারসহ মোট পাঁচ হাজার টাকা বরিশাল সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে জমা দেন।

বুধবার বিকাল ৪টার দিকে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের হাতে এ টাকা তুলে দেন বাদশা।

নগরীর ১ নম্বর ওয়ার্ড হাজেরা খাতুন স্কুল এলাকায় প্রতিবন্ধী বাদশা স্ত্রী, কন্যা, মা ও ভাইদের সঙ্গে বসবাস করেন। নগরীর নথুল্লাবাদ বাসটার্মিনালসংলগ্ন এলাকায় তার একটি দোকান রয়েছে।

বাদশা জানান, প্রতিবন্ধী হিসেবে প্রতি মাসে ৬০০ টাকা ভাতা পান তিনি। পাঁচ মাসের ভাতার তিন হাজার টাকা ১ রমজান তিনি উত্তোলন করেন ব্যাংক থেকে। এ ছাড়া তার হাতে জমানো ছিল দুই হাজার টাকা। এই মোট পাঁচ হাজার টাকা বুধবার দুপুরে নগরীর সদর রোডস্থ জনতা ব্যাংকে সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলের অ্যাকাউন্টে জমা দেন তিনি। বিকালে এই রসিদ মেয়রের হাতে দেখা করে তুলে দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ