Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে নারীসহ আরও তিনজনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০জন

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১০:১৬ এএম

বেগমগঞ্জ উপজেলায় এক নারীসহ আরও তিন জনের করোনা শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জ থেকে আক্রান্ত হয়ে পালিয়ে আসা এক যুবকসহ জেলায় ১০জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। যার মধ্যে মারা গেছেন ২জন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন, বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস।

তিনি বলেন, গত ২২এপ্রিল বুধবার চৌমুহনী বাজারের কালিতলা রোডের এক ব্যবসায়ী ও চৌরাস্তার একটি বাসার কয়েকজনসহ মোট ৯জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্ট্রিটিউট অব ট্রফিক্যাল এন্ড এনফেকসাস ডিজিস (বিআইটিআইডি) চট্টগ্রামে পাঠানো হয়েছিল। এরমধ্যে চৌমুহনী বাজারের ওই ব্যবসায়ী ও চৌরাস্তার ওই বাসার এক নারীসহ দুইজনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। পজেটিভ আসা চৌরাস্তার ওই নারী ও পুরুষের সর্দি, জ্বর ও কাশি ছিল। অপরজন করোন উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির সংস্পর্ষে আসায় তার নমুনা সংগ্রহ করা হয়।

তিনি আরও বলেন, শনাক্ত হওয়া রোগীদের বাড়ীতে ভ্রাম্যমাণ মেডিকেল টিম পাঠানো হচ্ছে। বৃহস্পতিবার সকালে করোনা শনাক্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা সকলের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ