Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্প দলীয় মনোনয়ন পেয়েছেন তবে প্রেসিডেন্ট হতে পারবেন না : হিলারি

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউজে যাওয়ার সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রিপাবলিকান দলের ২০১৬ সালের জন্য মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই মনোনয়ন পাওয়ায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন এক টুইট বার্তায় বলেছেন, ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র রিপাবলিকানদের মনোনয়ন পেয়েছেন। তবে তিনি চূড়ান্তভাবে ওভাল অফিসে যেতে পারবেন না। গত মঙ্গলবার দলের জাতীয় কনভেনশনে ১৬ জন প্রতিনিধির মধ্যে ডেলিগেটরা তাকে বেছে নেন। প্রাইমারি ও ককেসাসে মনোনয়ন পাওয়ার প্রায় ১৩ মাস পরে মার্কিন রিপাবলিকান দলের প্রেসিডেন্ট হিসেবে অফিসিয়াল মনোনয়ন পেলেন ট্রাম্প। ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র নিউইয়র্কের পক্ষ থেকে তার প্রতি রিপাবলিকানদের সমর্থন জানান। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্প ১৭২৫ ডেলিগেটরের সমর্থন পান। ৮ নভেম্বরের প্রেসিডেন্ট পদে দলীয় লড়াইয়ের জন্য একজন প্রার্থীর ১২৩৭ জন ডেলিগেটরের সমর্থনের প্রয়োজন। রিপালিকানদের কনভেনশনে ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ায় তিনি ডেমোক্রেটিক দলের হিলারি ক্লিনটনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নিজের ছেলেই ট্রাম্পকে চূড়ান্ত ভোট দেন। ট্রাম্প জুনিয়র নিউইয়র্ক প্রতিনিধিদের পক্ষ থেকে কথা বলেন। তিনি বলেন, ট্রাম্পকে ভোট দিতে পারাটা সম্মানের ব্যাপার। আমরা তোমাকে ভালোবাসি বাবা। ট্রাম্পের মনোনয়ন নিশ্চিত হওয়ার পরে ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এক টুইট বার্তায় তার প্রতিক্রিয়া জানান। প্রতিক্রিয়ায় হিলারি ক্লিনটন বলেন, ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র রিপাবলিকানদের মনোনয়ন পেয়েছেন। তবে তিনি চূড়ান্তভাবে ওভাল অফিসে যেতে পারবেন না। রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্প ১৭২৫ জন ডেলিগেটরের সমর্থন পেয়ে দলের প্রেসিডেন্ট নির্বাচন করার সুযোগ পান। টেক্সাসের সিনেটর টেড ক্রুজ ৪৭৫ ডেলিগেটরের সমর্থন পান। ওহাইওর গভর্নর জন কাসিক ১২০ ডেলিগেটরের সমর্থন পান, ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও পান ১১৪ ডেলিগেটরের সমর্থন। কনভেনশনে ইন্ডিয়ানার গভর্নর মাইক পিন্সকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার গুঞ্জন শোনা যায়। কনভেনশনে মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো তার রানিং মেট হিসেবে মাইক পেন্সকে পছন্দ বলে জানান ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের নির্বাচনে জয়ী হলে কর্মসংস্থান বৃদ্ধি, সামরিক খাতকে আরো শক্তিশালী করা, যুক্তরাষ্ট্রের সীমান্তকে নিরাপদ রাখা, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন ট্রাম্প। রিপাবলিকান দলের জাতীয় কনভেনশনে মেইক আমেরিকা ওয়ার্ক এগেইন শিরোনামে একের পর এক অঙ্গরাজ্যের ডেলিগেটররা প্রেসিডেন্ট হিসেবে দলের পক্ষ থেকে ট্রাম্পকে পছন্দ করেন। সূত্র : সিএনএন ও টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ট্রাম্প দলীয় মনোনয়ন পেয়েছেন তবে প্রেসিডেন্ট হতে পারবেন না : হিলারি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ