Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভেস্তে গেল নেইমার-এমবাপেদের লিগ ওয়ান

চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির দুই লেগই অ্যাওয়ে!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৩০ এপ্রিল, ২০২০, ১২:০৪ এএম

করোনাভাইরাসের প্রকোপে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ফ্রান্স সরকার। দর্শকশূন্য মাঠেও হতে পারবে না কোনো খেলা। ফলে দেশটির শীর্ষ দুই ফুটবল প্রতিযোগিতা লিগ ওয়ান ও লিগ টু এর এবারের মৌসুম বাতিল হয়ে গেছে।
গতপরশু এক বিবৃতিতে আগামী ১১ মে থেকে লডডাউন আইন কিছুটা শিথিল করার ঘোষণা দেন ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার ফিলিপ। তবে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় একই সঙ্গে ২০১৯-২০ মৌসুমের সব খেলা বাতিলের ঘোষণাও দেন। ফ্রান্স ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আগামী ১৭ জুন চলতি মৌসুমের খেলা মাঠে ফেরানোর আশায় ছিল। শেষ করতে চেয়েছিল ২৫ জুলাই। তাতে পানি ঢেলে দিল প্রধানমন্ত্রীর এই ঘোষণা। গত ১৩ মার্চ দেশটিতে অনির্দিষ্টকালের জন্য ফুটবলের সব প্রতিযোগিতা স্থগিত করা হয়েছিল।
মৌসুম বাতিল হয়ে যাওয়ায় ফ্রান্সের লিগগুলোর নিয়ন্ত্রক সংস্থা ‘এলএফপি’ এই দুই লিগের পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থান অনুযায়ী কোনো চ্যাম্পিয়ন ঘোষণা করবে কি-না অথবা কোনো দলের অবনমন হবে কি-না, তা এখনও জানা যায়নি।
লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে বেশ ভালো অবস্থানে ছিল। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬৮। এক ম্যাচ বেশি খেলা মার্সেই ১২ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে। আর টেবিলের তলানিতে থাকা তুলুজের অর্জন ২৮ ম্যাচে ১৩ পয়েন্ট। নিরাপদ অবস্থান থেকে ১৭ পয়েন্ট দূরে। অবনমন অঞ্চলের অন্য দুই দল হলো নিম (২৭) ও আমিয়াঁ (২৩)।
লিগ বাতিলের পর চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে দেশেটির দল প্যারিস সেন্ট জার্মেইকে। ঘরের মাটিতে ম্যাচ আয়োজনে নিষেধাজ্ঞা থাকায় নিজেদের হোম ম্যাচও দেশের বাইরে খেলার পরিকল্পনা করছে পিএসজি। ফরাসি প্রেসিডেন্টের ঘোষণার কয়েক ঘণ্টা পরই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে নিজেদের পরিকল্পনার কথা জানান পিএসজির প্রেসিডেন্ট নাসের আল-খেলাইফি, ‘আমরা অবশ্যই ফ্রান্স সরকারের সিদ্ধান্তকে সম্মান জানাই। যখন ও যেখানেই হোক, উয়েফার নিয়ম মেনে আমরা চ্যাম্পিয়ন্স লিগে প্রতিদ্ব›িদ্বতার পরিকল্পনা করছি। যদি ফ্রান্সে খেলা সম্ভব না হয়, তাহলে আমাদের খেলোয়াড় ও সব কর্মীদের নিরাপত্তা সাপেক্ষে আমরা আমাদের ম্যাচগুলো খেলব দেশের বাইরে।’
করোনাভাইরাসের আঘাতে টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার আগে শেষ ষোলোর ফিরতি পর্বে নিজেদের মাঠে খেলেছিল পিএসজি। ওই ম্যাচ ২-০ গোলে জিতে দুই লেগ মিলে জার্মানির দল বরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে নেইমার-এমবাপেরা। কোভিড-১৯ মহামারীতে বিশ্বে চতুর্থ সর্বোচ্চ মৃত্যু হয়েছে ফ্রান্সে, প্রায় ২৩ হাজার ৩০০। মৃত্যুসংখ্যায় তাদের ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্র, ইতালি ও স্পেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিগ-ওয়ান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ