Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হিজাব নিয়ে দ্য সানের মন্তব্যে ব্রিটেনে প্রতিবাদ

প্রকাশের সময় : ২১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কেলভিন ম্যাকেঞ্জি দ্য সানের কলাম লেখক। তিনি চ্যানেল ফোর-এর প্রেজেন্টার ফাতিমা মানজির হিজাব পরা উপস্থাপনের সমালোচনা করেন তার কলামে। এরপর প্রেস রেগুলেটর অফিসে কমপক্ষে আটশো অভিযোগ এসেছে। ফাতিমা নিস-রিপোর্ট উপস্থাপনের সময় হিজাব পরেছিলেন। কেলভিন ম্যাকেঞ্জি তার লেখায় প্রশ্ন তুলেন, ফাতিমাকে হিজাব পরা অবস্থায় সংবাদ উপস্থাপন করতে দেয়া উচিত হয়েছে কিনা। স্বশাসিত প্রেস স্ট্যান্ডার্ড প্রতিষ্ঠান আইপিএস্ও জানিয়েছে, তারা অভিযোগগুলো খতিয়ে দেখছে। আর চ্যানেল ফোর কর্তৃপক্ষ বলছে দ্য সানের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। চ্যানেল ফোর বলেছে, তারা সানের মন্তব্যের বিরুদ্ধে আইপিএসও-তে আনুমানিক অভিযোগ করবে। আর ফাতিমা মানজি তার আইনি দিকগুলো খতিয়ে দেখছেন। গত সোমবার ম্যাকেঞ্জি তার কলামে লিখেন, ফাতিমা সাধারণত সংবাদ উপস্থাপনকালে মুসলিম ঐতিহ্যের রুমাল ব্যবহার মাথায়। তিনি যখন হিজাব পরে সংবাদ উপস্থাপন করতে আসলেন তখন আমার চোখ তা বিশ্বাস করতে পারছিল না। তিনি লন্ডন থেকে অনুমান করেছিলেন তখন জন ¯েœা নিস থেকে রিপোর্ট করছিলেন। তিনি লিখেছেন, নিসে যখন একজন মুসলিম হত্যাকা- চালিয়েছে, তখন ওই সংবাদ উপস্থাপনকালে এমন পোশাক পরে ক্যামেরার সামনে আসা কি ফাতিমার উচিত হয়েছে? সাধারণ দর্শকরা হিজাবকে মুসলিম নারীদের দাসত্বের প্রতীক হিসেবে দেখে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হিজাব নিয়ে দ্য সানের মন্তব্যে ব্রিটেনে প্রতিবাদ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ