Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

ফরিদপুরের ভাঙ্গায় সেবিকাসহ ৩ জন করোনায় আক্রান্ত, ১৬ বাড়ি লকডাউন

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ৪:১০ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় প্রথমবারের মত সেবিকাসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১ জন ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের সেবিকা। আক্রান্তরা হচ্ছে পৌরসদরের হোগলাডাঙ্গি সদরদী গ্রামের সেবিকা শরিফা আক্তার এ্যানী, উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামের জোসনা বেগম এবং একই এলাকার বালিয়াচরা গ্রামের রুবেল মিয়া। এর আগে ৩ জনের কাছ থেকে পাঠানো নমুনায় তাদের করোনা সনাক্ত হয়। আজ সকালে প্রশাসনের পক্ষ থেকে শনাক্ত হওয়া রোগীদের আশপাশের ১৬ টি বাড়ি লগডাউন করার পাশাপাশি একটি মেডিকেল টীম তাদের সংস্পর্শে আসা বেশ কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মহসিন ফকির বলেন, সোমবার আক্রান্তরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে আসলে পাঠানো নমুনায় তাদের করোনা সনাক্ত হয়।একইসাথে তাদের পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে রেখে আক্রান্ত ৩ জনকে আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ