Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

করোনাযোদ্ধে প্রাণ হারানো সিলেটে মানবিক ডা: মঈনের উদ্দেশ্যে গান বাঁধলো চিরকুট

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১:৩৪ পিএম

সিলেটে করোনাযোদ্ধে প্রাণ হারানো মানবিক ডা: মঈনের উদ্দেশ্যে গান বাঁধলো ব্যান্ড চিরকুট। সংগ্রামী এ চিকিৎসক স্মরণে গভীর শ্রদ্ধাভরে গানটি তোলেছে তারা। গত (২৭ এপ্রিল) রাতে দলটির ফেসবুক পেজে অবমুক্ত করে গানটি। গানের প্রথম দুই লাইন এমন- ‘জিতেছে জীবন হেরেছে মৃত্যু, কী করে শোধিব ঋণ/ মঈনুদ্দীন’। এর কথা ও সুর করেছেন ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি। তিনি বলেন, ‘গানটি গত সপ্তাহে রেকর্ড করি আমরা। বিশ্বের এই ক্রান্তিলগ্নে সামনে থেকে লড়াই করা চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই এটি তৈরি। আমরা আসলে সব ডাক্তার নার্স সহ সকল ফ্রন্ট লাইনারদের উৎসর্গ করেছি গানটি।’ চিরকুট ব্যান্ডের সদস্যরা গানের পোস্টে লিখেছেন, মানুষের সেবায় জীবন বিলিয়ে দেওয়াই ডাক্তারদের ধর্ম। তাই এই দুর্বিষহ সময়ে তাদের অবদানের কথা স্মরণ করেই সারাদেশে মানুষের সেবায় স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সকল প্রতিষ্ঠান কর্মীদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। সুমি জানালেন, এটি আপাতত ফেসবুকে প্রকাশিত হলেও নতুনভাবে গানটি ইউটিউবে আসবে। গত ১৫ এপ্রিল সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন মৃত্যুবরণ করেন করোনা আক্রান্তে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চিরকুট

২৫ জানুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ