Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যেখানে থাকবেন সিলেটের করোনাযোদ্ধারা

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৯ এপ্রিল, ২০২০, ১:১০ পিএম

সিলেটে করোনা আক্রান্তদের সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট ডাক্তার, নার্সদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে গ্রহণ করা হয়েছে আলাদা আবাসনের ব্যবস্থা। তাদের জন্য চূড়ান্ত করা হয়েছে সদর উপজেলার খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজকে। এই রেস্ট হাউজে থাকবেন বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কতব্যরত ডাক্তার ও নার্সরা। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়েল সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আবাসনের জন্য রিকুজিশন করা হয়েছে প্রথমে খাদিমনগরস্থ বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বিআরডিটিআই) রেস্ট হাউজ। এছাড়া আরো ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট সহ সরকারি আরো কয়েকটি রেস্ট হাউজ আবাসনের জন্য চূড়ান্ত করার জন্য কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তর। তিনি আরো বলেন, আগামী ৩০ এপ্রিল যারা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ডিউটি শেষ করে তাদের মধ্য থেকে যারা যেতে চান তাদেরকে বিআরডিটিআই রেস্ট হাউজ রাখা হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে। এবং ১মে থেকে যারা ডিউটিতে যোগ দিবেন তাদের ডিউটি শেষ হলে সেখানেই তাদেরও ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে রাখা হবে। উল্লেখ্য, করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ ও ত্রাণকার্যের সমন্বয়ে সিলেট জেলার দায়িত্বে রয়েছেন পাট সচিব লোকমান হোসেন মিয়া। মঙ্গলবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা ও সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত সংশ্লিষ্টদের আলাদা আবাসনের ব্যবস্থা করার নির্দেশ দেন মন্ত্রী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ